
নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর রাজনৈতিক সহযোদ্ধা এস এ মালেক স্মরণে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার এক হাজার দরিদ্র নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামসুদ্দীন ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান লাল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :