• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইন কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৪:১৬ অপরাহ্ন / ১২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইন কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক।

আজ শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-মামুন সহ আইন কমিশনের ১০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা সহ জেলা জজশীপের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।

পরে আইন কমিশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।