• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জের টুংগীপাড়ায় যুবদল আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো মল্লিকের মাঠে


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন / ১৪
গোপালগঞ্জের টুংগীপাড়ায় যুবদল আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো মল্লিকের মাঠে

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার মল্লিকের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জ জেলা টুংগীপাড়া উপজেলা শাখা এক কর্মি সমাবেশের আয়োজন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, টুংগীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, টুংগীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, নাসির শেখ। উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সভাপতি, কামরুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ গাজী সহ আরো অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে টুংগীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের দল
বিএনপি গণমানুষের দল তাই ছাত্র-জনতাকে নিয়েই গণতন্ত্র উদ্ধার করেছি,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সম্পর্কে তিনি আরো বলেন সমগ্র বাংলাদেশ ব্যাপী জনমানুষের নেতায় পরিণত হয়েছে, আমাদের জিলানী ভাই বন্যার্ত মানুষের কাছে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, টুঙ্গিপাড়া বাসীর গর্ব অহংকার, এমন মানুষকে টুংগীপাড়াবাসী নেতা হিসেবে পেয়েছে।

আগামী নির্বাচনে আমাদের টুঙ্গিপাড়া বাসীর প্রতি এবং টুংগীপাড়া উপজেলা যুবদলের প্রতি ও উপস্থিত অন্যান্য সকল অঙ্গ সংগঠনের প্রতি অনুরোধ থাকবে আমাদের প্রাণপ্রিয় নেতা জিলানী ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে, নিপীড়ন নির্যাতন,রুখে দিতে চাই।

সমাবেশে সমাপনী বক্তব্যে টুংগীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন বলেন, ফ্যাসিস শেখ হাসিনা সরকার যে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জনগণ সে অধিকার আবার ফিরে পেয়েছে।