কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “আগামি প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।
এ লক্ষে রোববার বেলা ১১ টায় এক বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অগ্নি নির্বাপনের নানা কৌশল জন সম্মূখে প্রদর্শন করেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
এ সময় অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন তালুকদার, শিক্ষক হাবিবুর রহমান মুকুল সহ বিভিন্ন দ্প্তরের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটস ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :