কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।
বৃহস্পতিবার কোটালীপাড়ার পারকোনা সার্বজনীন দূর্গামন্দির ও পশ্চিমপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ও গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, ক্যাপ্টেন আসিফ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুশান খাঁনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন বলেন, গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপসানালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।