কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ রাজিব সিকদার (২৪) ও ফরহাদ হোসেন মিয়া (২০) নামের দুই মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত রাজিব উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বহরা বাড়ি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ও ফরহাদ একই গ্রামের জলিল মিয়ার ছেলে।
জানা গেছে, রাধাগঞ্জের দত্ত বাড়ি সংলগ্ন মনশা মন্দিরের সামনে বসে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তাদের আটক করে। এ সময় আটককৃত এই দুজনের কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর খবর পেয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা রাজিব ও ফরহাদকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোটালীপাড়ায় থানায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।