
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২ শত ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থার কোটালীপাড়া প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, জাতীয় মহিলা সংস্থা কোটালীপড়ার প্রশিক্ষন কর্মকর্তা শাহরিয়ার সাদ্দাম, প্রশিক্ষণার্থী শারমিন ও স্বর্ণা বক্তব্য রাখেন।
এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ১ শত ২০ জন ইমাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :