• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৯:২১ অপরাহ্ন / ১৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠ চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার।

এ সময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে অনুষ্ঠান স্থলে আসতে থাকে বিপুল সংখ্যক কর্মী- সমর্থকেরা। তাদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কলেজ চত্ত্বর সহ চার পাশ। রঙ্গিন ব্যানার, ফেষ্টুন তোরণে ছেয়ে যায় রাস্তাঘাট।

দীর্ঘ ১৭ বছর পর কোটালীপাড়ায় বিএনপির এতোবড় জমায়েতকে কেন্দ্র করে সকলের চোখে মুখে ভাসছিলো আনন্দের ছাপ। প্রায় ৪ হাজার মুসল্লিদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতের পর মাঠে বসেই পবিত্র রমজানের ইফতার করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দরা।