
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, ফায়ার সাভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, ইউপি সদস্য মহানন্দ রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে অগ্নি নির্বাপন এর বিভিন্ন কলাকৌশল জন সম্মুখে প্রদর্শণ করেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা।
আপনার মতামত লিখুন :