• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গুরুজনে করণতি অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন / ৩২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গুরুজনে করণতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কোটালীপাড়া, গোপালগঞ্জঃ গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের শিমূলবাড়ী এস,কে,এম,এইচ উচ্চ বিদ্যালয়ে গুরুজনে করণতি অনুষ্ঠিত হয়।

কোরআন তেলোয়াত,গীতা পাঠ ও বাইবেল পাটের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অমৃত কুমার বাড়ৈ -প্রধান শিক্ষক-এস,কে,এম,এইচ,উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হক্ ( ইউএনও)।

বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দও,কোটালীপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিক নুর আলম, শ্রী খগেন্দ্র নাথ গাইন বিদ্যা অনুরাগী। প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য শ্রী রবীন্দ্রনাথ বৈদ্য। প্রাক্তন সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রী যতীন্দ্রনাথবল্লভ,এস,কে,এম, এইচ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রী পঙ্কজ কুমার বৈদ্য। প্রাক্তন সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুনিল চন্দ্র বিশ্বাস। বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস। হাজরা বাড়ী টিকরি বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ। বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি (ফরিদপুর) সরওয়ার হোসেনতালুকদার, প্রধান শিক্ষক নন্দলাল বিশ্বাস,বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি জসিম উদ্দিন,মো: নাসির উদ্দিন প্রধান শিক্ষক মান্দ্রা রাধাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষা সমিতির সম্পাদক সহ ছাত্র- ছাত্রী,শিক্ষক – শিক্ষিকা ও অভিভাবক গন।
গুরুজনে করণতি অনুষ্ঠানে স্বাগতবক্তব্যরাখেনবিদ্যালয়ের পক্ষ থেকে বাবু নারেন্দ্র নাথ বাড়ৈ।

এ সময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈ বলেন মা ও সন্তানের প্রতি মধুর সম্পর্ক থাকতে হবে। মা – বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবার আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব না।তাই গুরুজনে করণতি করতে হবে। এই বিষয়ে বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন জীবনে মানুষ হতে হলে মোবাইল থেকে দূরে থাকতে হবে। তাহলে দেশ গড়ার বরেন্দ্র হতে পারবে।আরো মূল্যবান বক্তব্য দেন পুলিন চন্দ্র বাড়ৈ প্রধান শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাকে যত এড়িয়ে চলতে পারবে ততই জীবনে উন্নতি লাভ করতে পারবে।
অভিভাবকের পক্ষ থেকে দীলিপ কুমার গাইন বলেন সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠময়, শেষ সময় আশ্রয়। তাই সন্তানের বিবরন তুলনা হীন। আমার সন্তানকে আজ মন থেকে আশীর্বাদ করেছি ও প্রত্যেক অভিভাবক তার সন্তানকে আশীর্বাদ করেছে মন ভরে এই গুরুজনের করণতি অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে ছাত্র – ছাত্রী মধ্য থেকে তাদের মনের কথা ও আবেগ প্রকাশ করে। তাই এই অনুষ্ঠানটি প্রতিটা বিদ্যালয়ে হওয়া উচিত। যাতে কোন বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।