• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য প্রসূতি গাভীর সাথে এ কেমন শত্রুতা?


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ১১:১০ অপরাহ্ন / ২১
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য প্রসূতি গাভীর সাথে এ কেমন শত্রুতা?

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে একটি অবলা প্রাণীর সাথে শত্রুতা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গাভিটির মালিক চিত্ত রঞ্জন মধু নিজে বাদী হয়ে মৃনাল মধু ও মিহির মধুর নাম সহ আরো ২/৩ জন অজ্ঞাত উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে দেখা যায়, অর্ধমৃত গাভিটিকে দেওয়া হচ্ছে সাধ্যমতো চিকিৎসা। এসময় ১৫ দিন বয়সের বাচ্চাটির অসুস্থ্য মায়ের থেকে দুগ্ধ পানের চেষ্টার দৃশ্য দেখে অশ্রুস্বজল হয়ে পড়েন উপস্থিত জনতা।

অভিযোগ সুত্রে জানা যায়, বাদী এবং বিবাদীর পরিবারের মধ্যে জমি সংক্রান্তে বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিবাদীগণ কাস্তে দ্বারা কুপিয়ে প্রতিবেশী বাদীর একটি দুগ্ধপায়ী গাভীকে কুপিয়ে আহত করে।

এ ব্যাপারে চিত্ত রঞ্জন মধু সাংবাদিকদের জানান- মিহিরের ঘেরের মধ্য থেকে লোকজনের সহযোগীতায় আমার আহত গাভীটিকে উদ্ধার করি, এ ঘটনার কিছু সময় পূর্বে মৃনাল ও তার ছেলে মিহিরকে দেখেছি ঘেরপাড়ে ঘাস কর্তন করতে, তার সাথে আমার কয়েক বছর যাবৎ বিবাদ চলে আসছে, আমার সন্দেহ ওরা বাবা-ছেলে মিলে আমার অবলা গাভিটিকে কুপিয়ে ও পিটিয়ে প্রায় মেরে ফেলেছে, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে অভিযুক্ত মৃনাল মধু বলেন- আমার ঘের পাড়ে চিত্তর গরু কোনদিনও যায়না, আমরা গাভীটিকে কোপাইনি, আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।