
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া থানার সাদুল্যাপুর ইউনিয়নের পাখরপাড়, ভাঙ্গারহাট, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি -০৩৫৪ এর আয়োজনে ৩ মাসব্যাপী কারিগরি শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কারিতাস বাংলাদেশ।
কারিতাস বাংলাদেশ-এর কারিগরি শিক্ষায় একটা প্রবাদ রয়েছে, থাকবো না বেকার, হবো মেকার। কারিগরি শিক্ষা নিবো বেকারত্ব দূর করবো-এ স্লোগানকে সামনে রেখে প্রকল্পের তরুণ-তরুণী ও শিশুর মানসিক বিকাশের জন্য কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কারিতাস বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করতে পারে এ লক্ষ্যে ফেব্রুয়ারি -এপ্রিল ২০২৫ ইং পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে।
গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কারিতাস বাংলাদেশ আয়োজিত তিন মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে তরুণ-তরুণী ও শিশু উন্নয়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে পাখরপাড় বিডি-০৩৫৪। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাখরপাড় বিডি -০৩৫৪ প্রকল্পের ম্যানেজার রনি বাড়ৈ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী শেফার্ড বাড়ৈ (জেমস্)।
এ সময় কারিতাস বাংলাদেশ এর প্রশিক্ষক ভবেশ, ভাঙ্গারহাট এরিয়া ম্যানেজার উত্তম কুমার মন্ডল, ম্যানেজার জন বাড়ৈ, সমাজকর্মী কল্পনা মজুমদার, পাখরপাড় প্রকল্পের শিক্ষক সারা মৃধা সহ কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী সূচনা বাড়ৈ, পপি, উদিতা ওঝা, তন্নি সেন, মিলি বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনেকে বক্তব্য দিয়েছেন, রনি বাড়ৈ বলেন আজ হলো কম্পিউটার বিজ্ঞানের যুগ তাই কম্পিউটার এখন নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। এমআইএর ব্যবহার, ফিনান্সিয়াল, কৃত্তিম বুদ্ধিমত্তা,
ভবেশ প্রশিক্ষক বলেন, থাকবো না বেকার, হবো মেকার। কারিগরি শিক্ষা নিবো বেকারত্ব দূর করবো।উন্নত প্রশিক্ষণ নিয়ে মধ্য আয়ের দেশ গড়বো হাতে কলমে ও নিজ উদ্যোগে। আরো বলেন কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্রাউজার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শেড-বোর্ড বাংলাদেশ। সহযোগীতায় ছিলেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। আয়োজনেঃ মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, পাখরপাড় বিডি – ০৩৫৪ পাখরপাড়, ভাঙ্গারহাট, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
আপনার মতামত লিখুন :