• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন / ২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক বর্নাঢ্য র্যা লি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় অফিস।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রনজিৎ কুমার বিশ্বাস, মিনারা বেগম, তপন কুমার অধিকারী, সুধন্য ঘরামী, সুনীল চন্দ্র বিশ্বাস, সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল, মওলানা ইলিয়াস হোসেন, মুকুলী হালদার, সমীরন মৃধা। এ সময়, বীর মুক্তিযোদ্ধা- মোদাচ্ছের হোসেন ঠাকুর, মান্নান শেখ, মতিয়ার রহমান শেখ, সিরাজুল ইসলাম খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায়ী, সদস্য ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।