
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন-২০২৫ আজ রোববার (১ জুন) অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়া আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। রং-বেরং এর তোরণ ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা চত্ত্বর সহ চারপাশ।
তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের পদচারনায় মুখরিত রাস্তাঘাট। রাস্তার মোড়ে মোড়ে চায়ের আড্ডায় চলছে দিন বদলের গল্প। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন। এবারের জাকজমকপূর্ন সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে দশ সহস্রাধিক কর্মী সমর্থকদের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। দীর্ঘ কয়েক বছর পর দলের অভিভাবকদের কাছে সুখ- দুঃখ, হাসি-কান্না মাখা কথা গুলো তুলে ধরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তৃনমূলের নিপীড়িত কর্মী সমর্থকেরা।
আওয়ামী রাজনীতির আতুড়ঘর খ্যাত কোটালীপাড়ায় বিএনপির উক্ত সম্মেলনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। এমনটাই জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
আপনার মতামত লিখুন :