• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন / ৪৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কোটালীপাড়া, গোপালগঞ্জঃ প্রতি বছরের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কোটালীপাড়া উপজেলা হলরুম মিলনায়তন (লাল শাপলায়) এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু, প্রভাষক, শিক্ষক, পুরোহিত ও সাংবাদিক বৃন্দসহ উপজেলার প্রায় ৩২২টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তারা আইন শৃঙ্খলাঅবনতি, অশ্লীল নৃত্য, মাদক, জুয়া ও বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে নিরুৎসাহিত করার উপরে গুরুত্ব আরোপ করেন।

ঘাঘর বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাকিব দে প্রতিটি মন্দিরে নিজস্ব ভাবে নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানান।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিদত্ত বলেন, আপনারা নিজেরা যদি নিজেদের সুরক্ষা দিতে না পারেন তাহলে শুধু প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন। তাই আপনাদের পূজা মন্ডপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগগঠন করার উপর গুরুত্ব দেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আপনাদের প্রতিটি মন্দিরে নিরাপত্তা বেষ্টনী জোরদার করার লক্ষ্যে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য পরামর্শ দেন এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানানোর অনুরোধ জানান।

প্রস্তুতি সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক নেওয়াজ বলেন, প্রতিটি পূজা মন্দিরে একটি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল নম্বর টাঙ্গানো থাকবে যাতে করে স্বল্প সময়ের ব্যবধানে কোন প্রকার ও আপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুততার সাথে সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। দেশের পুলিশ আনসার এবং সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীদের টহল জোরদার করা হবে। যাতে করে কোটালীপাড়া উপজেলায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পূজা উদযাপন প্রস্তুতিমূলক সবার সভাপতি শাহিনুর আক্তার আগত সকলের কাছে সহযোগিতা ও সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।