নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযন পরিচালনা করেছেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত ।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঘাঘর বাজার নদীর পাড়ে আমিনুল ইসলাম হাওলাদারের ভবনটি সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার কারণে তার একটি অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। অপর একটি ভবন শামসুল হক মিয়ার। ভবনটি ৭ দিন পরে ভেঙ্গে ফেলা হবে মর্মে নোটিশ জারি করে দিয়েছেন উপজেলা ভূমি অফিস।
উচ্ছেদ অভিযানে কোটালীপাড়া থানা পুলিশ ও তহশীল অফিসের স্টাফদের সার্বিক সহযোগিতা করতে দেখা যায়।
জানা যায়, গত ২১ জুলাই একটি অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত প্রথমবার এসে আমিনুল ইসলাম হাওলাদারের ভবনের একটি অংশ সরকারি খাস জায়গায় নির্মাণ করার কারণে ভেঙে দিয়ে চলে যায়। ভবিষ্যতে আর কোন কাজ সরকারি জায়গায় করতে নিষেধ করে নোটিশ জারি করে দেয়। সরকারি আইন অমান্য করে ওই জায়গায় তিনি আবার কাজ শুরু করলে স্থানীয় তহশীলদার এসে তার কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ রাখতে বলেন।
এরপরেও কাজ বন্ধ না করে সরকারি জায়গায় তৃতীয় বার কাজ চলমান রাখার কারণে সোমবার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন , সরকারি খাস জায়গা দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং আগামীতেও অভিযান অব্যাহত থাকবে ।
এ সময় ঘাঘর বাজার বণিক সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি জায়গার ওপরে অবৈধভাবে নির্মিত স্থাপনাপনা ভেঙে ফেলা হয়।