কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির আর নেই। শুক্রবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ্ পাক তাকে জান্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারের সকলকে শোক সহ্য করার তৌফিক দান করুন।
এদিকে আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতার অকাল মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লাহ খন্দকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রেসক্লাব গোপালগঞ্জের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ পাকের নিকট দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :