নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১ পিচ ইয়াবা সহ রুহুল আমিন রাহুল (৩০) নামক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের বাকা মোল্লার ছেলে। জানা যায়, অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের নির্দেশে এস আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার শামচুল হক শিকদারের দোকানের সামনে থেকে গত কাল শুক্রবার দিবাগত রাত ১০টায় হাতে নাতে গ্রেপ্তার করে তাকে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু হয়, আসামীকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :