কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) উন্নয়ন কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার শুক্রবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন। পরে তিনি পরিষদ চত্বরে চারা রোপন করেন।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি টুঙ্গিপাড়ায়ও বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার গাছের চারা বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :