কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪—৩০ জুলাই) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মৎস্য পোনা অবমুক্ত করার পর হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি তোতা মিয়া হওলাদার, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা কামাল। এ সময় যুব ইন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, সহকারী মৎস্য কর্মকতার্ আনিসুর রহমান প্রধান, মৎস্যজীবী খলিলুর রহমান দাড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য খামারী প্রমূখ উপস্থিত ছিলেন। সব শেষে গলদা চিংড়ি, শিং এবং কার্প জাতীয় মাছ চাষে সফলতা অর্জনের জন্য তিন জন চাষীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :