• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২১, ৪:২৪ অপরাহ্ন / ৫৮৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় আবু সাইদ মুন্সী(২০) নামের এক যু্বককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকলে উপজেলার কবরবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আবু সাইদ মুন্সী কবরবাড়ী গ্রামের শহীদ মুন্সির ছেলে।

পুলিশ ও ভূক্তভোগীর পবিবার সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে একই গ্রামের সাইদ মুন্সী বিভিন্ন অশ্লীল কথা বলে উত্যক্ত করতো, গত সোমবার প্রাইভেট শেষ করে বাড়িতে আসার পথে আসামী সাইদ মুন্সী স্কুল ছাত্রীকে টেনে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে আসামী তাকে ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার ঘটনার পরেই ওই স্কুলছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেন, মঙ্গলবার বিকেলে আসামীকে গ্রেফতার করা হয়েছে ।