• ঢাকা
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন পুনরায় ইন্সুরেন্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন 


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন / ৩৮
গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন পুনরায় ইন্সুরেন্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ২০২৩-২০২৪ মেয়াদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন।

এছাড়া প্রথম সহ-সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। পুনরায় সহ-সভাপতি হয়েছেন নিটল ইন্সুরেন্স কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। সোমবার (১০ এপ্রিল) প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিআইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এমপি। বোর্ডের অন্য দুই সদস্য নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছ। আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অব.)। নির্বাচন বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।