• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন / ৪৬
গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ আলী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল চেয়ারম্যানের নিজ কার্যালয় থেকে কে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। পরে আদালতে প্রেরণ করা হলে বিচারিক আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ বিষয়ে সত্যতা স্বীকার করে আমাদের প্রতিনিধিকে জানান, ডিবি পুলিশ তাকে আটক করে থানায় আনলে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।