
নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী, গোপালগঞ্জঃ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ কাশিয়ানীর হিরণ্যকান্দী সাম্পান রেস্টুরেন্ট এলাকায় যাত্রীবাহী পরিবহন ও মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ১৭ জানুয়ারি (শুক্রবার) ভোর ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা যাত্রীবাহী পরিবহন ও কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রাম থেকে এক মটরসাইকেলে ৩ বন্ধু বোয়ালমারী কালিনগর যাওয়ার পথে হিরণ্যকান্দী এলাকায় মুখমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন’ই মটরসাইকেল আরোহী। নিহতরা হলেন, কাশিয়ানী সদর ইউনিয়ন পোনা গ্রামের, বাবুল নাথের ছেলে বিশাল নাথ (১৭), একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে দিপু দাশ (১৬), চর-পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বন্ধু খেজুরের রস খাওয়া জন্য বাড়ি থেকে বোয়ালমারী কালিনগরের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকা – খুলনা মহাসড়কের হিরণ্যকান্দী এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় শিকার হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তানজিলা, বিশাল নাথকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডাক্তার তানজিলা বলেন, ভোর ৬:৫০ এর সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতবিক্ষত ৩ জনকে হাসপাতালের জরুরী বিভাগে আনলে, বিশাল নামের এক জনকে মৃত পেয়েছি। বাকি দুজন হৃদয় ও দিপু নাথ জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার সময় মারা যান।
তারা দুজনই অতিরিক্ত রক্তক্ষরণে কারণে মারা গেছেন বলে জানান ডাক্তার তানজিলা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাশিয়ানী ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওসি মো, রোকিবুজ্জামান ।
আপনার মতামত লিখুন :