নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা’র প্রতারণা ও হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জ কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।
সোমবার (২ ডিসেম্বর) সকালে অত্র সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।এতে বলা হয়েছে – মূলত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নাম পরিবর্তন করে বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়েছে কাশিয়ানী উপজেলা সহ অন্যান্য ন্যাশনাল কর্মীদের চাকরি ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা।
টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের সামনে গিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড ও জেলা উপজেলা কমিটির মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে খুব স্বল্প সময়ে চাকরি পাবার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ নাম সর্বস্ব এ সংগঠনের কোন নিবন্ধন বা উচ্চআদালতে কোন রিট করেনি।
ন্যাশনাল কর্মীরা এ ভাবে হয়রানি হচ্ছে মর্মে প্রতিবাদ করলে এর কনো শুরহা মিলছেনা তাই এ সংগঠন থেকে পদত্যাগ করেছি। ন্যাশনাল সার্ভিস কর্মী ভাই -বোনদের অনুরোধ করছি এই প্রতারক আতিকুর রহমান রাজার ফাঁদে পড়ে আর ক্ষতিগ্রস্থ হয়েন না।সংবাদ সম্মেলনে রাজাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় উপজেলা কমিটির পদত্যাগকৃত সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :