
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের মহাবারুণী পুণ্যস্নান উপলক্ষ্যে শনিবার (৫ এপ্রিল) দেশ-বিদেশ হতে আগত মতুয়া সম্প্রদায়ের লাখো মানুষের সমাগম ঘটেছে। উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জিল্লুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও পূজা মন্দিরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :