কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি হরি মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এছাড়া শারদীয় দুর্গাপূজা উৎযাপনে কোনো ধরণের সমস্যা হলে তাৎক্ষনিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।
এ সময় ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ও গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ রাসেদুজ্জামান, ওসি মোঃ শফিউদ্দিন খান, কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুব্রত ঠাকুর হিল্টু, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :