• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

গোপলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তাজনিত আলোচনা সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১০:০৯ অপরাহ্ন / ১১৩
গোপলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তাজনিত আলোচনা সভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিরাপত্তাজনিত আলোচনা সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পূজা উদযাপন এবং মন্দির ও প্রতীমার নিরাপত্তা জনিত ইস্যুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উত্থাপন করেন এবং এ সংক্রান্তে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার আল-বেলী আফিফা এ সংক্রান্তে সকল বিষয় মনোযোগ সহকারে শুনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার জেলা পুলিশের নিরাপত্তাজনিত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী ভূমিকা, সিসিটিভির কার্যকারিতা, সোশ্যাল মিডিয়া মনিটরিং -এর উপযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের গুরুত্ব, সরকারি নির্দেশনা মেনে চলা সহ অন্যান্য সুরক্ষাজনিত নিরাপত্তা সামগ্রী কাছে রাখা এবং সার্বক্ষণিক বিট পুলিশ, থানা পুলিশ ও জেলা পুলিশের সাথে সমন্বয় রক্ষা করে সার্বিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, আনসার ও ভিডিপির কমান্ডেন্ট, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।