• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে হিন্দু পরিবারের উপর হামলা : আহত-২


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন / ২৫
গোপালগঞ্জে হিন্দু পরিবারের উপর হামলা : আহত-২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ রবিবার ১৩ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে  গোপালগঞ্জ জেলা শহরের মোহাম্মাদ পাড়ায় হিন্দু ধর্মবিলম্বী অসহায় এক পরিবারের উপর হামলা করে কুপিয়ে জখম করে সিদাম বিশ্বাসের স্ত্রী উন্নতি বিশ্বাস (৭৫) বছর বছরের এক বৃদ্ধাকে। ঠেকাতে আসলে হামলাকরীরা কুপিয়ে আহত করে বিমল চন্দ্র বিশ্বাসের ছেলে হীরা বিশ্বাসকে (২৮)।

সরেজমিনে গণমাধ্যম কর্মীদের এক ছায়া তদন্তে উঠে আসে হামলাকারীরা মাদক ব্যবসায়ের সাথে জড়িত।সরেজমিনে গেলে আরো জানা যায়, এ সকল বিষয় নিয়ে হামলাকারী ও ভুক্তভোগীদের পূর্বের শত্রুতা ছিল।

এ ব্যপারে জানতে চাইলে আহত হীরা বিশ্বাস বলেন, ওরা আদের বাড়ির পাশে বসবাস করে, ওরা সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা হিন্দু সম্প্রদায়ের বলে প্রায়ই আমাদের বাড়ির উপর এসে মাদক খাওয়া ও কেনাবেচা করে। আমরা কিছু বললে ওরা আমাদের উপর গালাগাল সহ মারধর করতে আসে।

তিনি আরও বলেন, প্রতিদিনের ন্যায় আজও ইদ্রীস মোল্লার ছেলে আশিক মোল্লা কয়েকজন লোক নিয়ে আমাদের বাড়ির উপরে এসে তাদের কর্মকাণ্ড করার সময় আমরা বাঁধা দেই। এক পর্যায়ে আশিক মোল্লা, বাবা ইদ্রীস মোল্লা, মা খুশি বেগমসেহ আরো ৩/৪ জন দেশীয় অস্ত্র রামদা হাতদা রডের পাইপ নিয়ে আমাদের বাড়ির উপর এসে গালাগাল করে, আমি প্রতিবাদ করলে ওরা আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে। আমার বৃদ্ধা পিষি আমাকে বাঁচাতে আসলে ওরা আমার পিষীর উপর হামলা করে কুপিয়ে আহত করে।

আসে পাশের লোকজন টের পেয়ে ছুটে আসলে ওরা পালিয়ে যায়। ওরা যাবার সময় আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ওরা আমাকে আর আমার ৭৫ বছরের বৃদ্ধা পিষিকে কুপিয়ে আহত করেছে। আমি এই সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।

এ ব্যপারে আহত হীরার বাবা বিমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় আশিক মোল্লা, ইদ্রীস মোল্লা, খুশি বেগমসহ আরো ৩/৪ অজ্ঞাতনামা দিয়ে একটি এজাহার দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানা এস,আই মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওসি সাহেব এখনও কোন সিদ্ধান্ত দেননি। সিদ্ধান্ত দিলে আমরা আমাদের কার্যক্রম করবো।