• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

গাজীপুর বিআরটিসির উন্নয়নে ডিজিএম প্রকৌশলী ফাতেমা বেগমের অবদান অপরিসীম


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৯:৩১ অপরাহ্ন / ৪৩৫
গাজীপুর বিআরটিসির উন্নয়নে ডিজিএম প্রকৌশলী ফাতেমা বেগমের অবদান অপরিসীম

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে সম্পূর্ণ সরকারি খরচে মোটরযান ড্রাইভিং এবং গাড়ি রক্ষনা বেক্ষণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসইপিআই এবং বিআরটিসি যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করেছে।

ডিজিএম প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, আমাদের এই জনশক্তিকে কারিগরি ভাবে দক্ষ করে গড়ে তোলা গেলে তারা বাংলাদেশের অভ্যন্তরীন প্রয়োজন মেটাতে সক্ষম হবে এবং একই সঙ্গে বর্হিবিশ্বের চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।

বিআরটিসির প্রকৌশলী ফাতেমা বেগম আরও জানান, এখানে প্রতিটি ধাপে দুই বেলায় ৩৫০ জন প্রশিক্ষণার্থী সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ নিচ্ছেন। চারমাস ব্যাপী এ প্রশিক্ষনে মোটরযান ড্রাইভিং ছাড়াও গাড়ি রক্ষনাবেক্ষন, মেরামত, আরবী ও ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি তাদের নৈতিকতা শিক্ষা দেয়া হচ্ছে।