• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ বেতন বৃদ্ধির দাবি


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ৯:১৫ অপরাহ্ন / ৬৩
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ বেতন বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এ নিয়ে টানা চতুর্থ দিন সড়ক অবরোধ করেন শ্রমিকরা।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তেলিরচালা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, গত চারদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকরা ছত্র ভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল আবার শুরু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকালে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।