• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে লিবার্টি টেক্সটাইল শ্রমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ন / ৭৮
গাজীপুরে লিবার্টি টেক্সটাইল শ্রমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস এম মজনুঃ গাজীপুরের কালিয়াকৈর চান্দুরায় জিকজাক মাঠে অনুষ্ঠিত হলো লিবার্টি টেক্সটাইল শ্রমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪এর ফাইনাল খেলা ১৫ই আগষ্ট বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড জিকজাক মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায়

ইআরপি সাগর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে সেকেন্ড ফ্লোর জসিম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় সেকেন্ড ফ্লোর জসিম একাদশের খেলোয়াড় আতিক প্রথম গোলটি উপহার দেন এবং তার সহযোগী খেলোয়াড় নাজমুল দ্বিতীয় গোলটি দেন এবং তৃতীয় গোলটি করেন জুয়েল রানা।

খেলায় প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আসিফ আয়মান ম্যানেজার নিটিং শাখা বিষেশ অতিথি জনাব মোঃ সুমন মিয়া ডেপুটি ম্যানেজার নিটিং শাখা
বিশেষ কোনো কারন বসত খেলায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অনুউপস্থিত থাকায় খেলা শেষে
মোঃ মেহেদি হাসান কিউ সি ইনচাজ নিটিং শাখা মোঃ আসাদুল ইসলাম ই আর পি ইনচাজ নিটিং শাখা মোঃ সিহাব ইর্য়ান ইনচাজ নিটিং শাখা ও মোঃ মাহাবুব রহমান খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজীপুর জেলা মুুকুল ফৌজের সভাপতি এস.এম মজনু “র” আয়োজনে এবং ভারটেক্স একাডেমি স্কুল এন্ড কলেজের সৌজন্য লিবার্টি টেক্সটাইল শ্রমিক ফুটবল টুর্নামেন্টে ২০২৪ খেলার আয়োজন করা হয়। ১৩ই জুলাই শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে অংশ নেয় মোট ৮টি দল ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার আগে ভারটেক্স একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়।