মোঃআল-আমিন, গাজীপুরঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেছে তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ। শুক্রবার ৩০ জুলাই ২০২১ ইং শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এমসি বাজার এলাকায় মাক্স বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এস এম নাহিদ হাসান শ্রাবন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, শেখ সজল আহাম্মেদ রানা, মাসুদ রানা, রাব্বি, আকাশ, আরো অনেকেই।
ছাত্রলীগ নেতারা জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় মাস্ক বিতরণ করেছেন সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।