
নিজস্ব প্রতিবেদক,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে ১২জন ইউপি সদস্য একযোগে অনাস্থা ও অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে কালিতলা বাজারে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মিজানুর রহমান খোকনের নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন ইউপি সদস্যগণ।
এ সময় ইউপি সদস্যগণ বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান আমাদের সাথে খারাপ আচরণ করে আসছেন। এছাড়াও পরিষদের বিভিন্ন ধরণের বরাদ্দের চিঠিপত্র গোপন রেখে মাসিক মিটিং করে সকল সদস্যদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে বরাদ্দকৃত প্রকল্পের টাকা উত্তোলন করে। তাছাড়া বরাদ্দকৃত অনুদানের কবিখা,কাবিটা,টিআর, ননওয়েজ, এডিপি, ভিজিএফ, টিসিবি, হাট-বাজার ১%, ১০% সহ বিভিন্ন রকম বরাদ্দের সঠিক বন্টনও করেন না।
এতে উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মিঠু মিয়া,মমিনুল ইসলাম, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, শাহ আলম, আতিকুর ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম, আন্জুয়ারা বেগম, রোজছানা বেগম ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :