
মোঃ রাসেল সরকারঃ রাজধানীর বাসাবো এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম- মোঃ সুমন গাজী। শনিবার (১১ জুন ২০২২) সন্ধ্যা ০৭:১৫ টায় বাসাবোর অতীশ দীপঙ্কর রোডের হযরত শাহজালাল অটো ট্রেডার্স এর সামনে থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদুল ইসলাম জানান, থানার এসআই মোঃ মনোয়ার হোসেন শনিবার হোন্ডা মোবাইল ডিউটি করাকালীন সংবাদ পান বাসাবো এলাকায় এক মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যায় সুমন গাজীকে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :