• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

গলিতে মাদকাসক্তদের আড্ডা, স্বামীকে মারধর, স্ত্রীর অভিযোগে বখাটেরা গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২১, ১১:৩৬ অপরাহ্ন / ২১৭
গলিতে মাদকাসক্তদের আড্ডা, স্বামীকে মারধর, স্ত্রীর অভিযোগে বখাটেরা গ্রেফতার

মনিরুজ্জামান অপূর্ব /বেলাল দেওয়ানঃ ৪ জুলাই রাজধানীর মুগদা এলাকায় এ ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী এক নারী জানায় তার বাড়ির গলিতে কিছু বখাটে ছেলেরা সবসময় আড্ডা মারে, নেশা করে এবং পাশ দিয়ে যাওয়া মানুষদের কে উত্তপ্ত করে। এ বিষয়ে তার স্বাসী প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে বখাটেরা। ভুক্তভোগী ঐ নারী আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করতে অস্বীকার জানায়, তবে তার বার্তাটি গ্রহণ করেণ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন উইং। পরে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহাকে নির্দেশ দেওয়া হয় উক্ত বিষয়ে সত্যতা পেলে বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। নির্দেশনা পেয়ে ওসি সাহেব তার থানার একটি টিমকে সাদা পোশাকে নিয়োজিত করেন উক্ত বিষয়ে তদন্ত করতে। পুলিশ

ভুক্তভোগী নারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায়, গতকাল সন্ধায় অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করে পুলিশ। বাকিদেরকে ধরতে অভিযান চলমান রয়েছে এবং এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।