• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

গভীর রাতে নব-নির্বাচিত চেয়ারম্যান জিসান পাটোয়ারীর শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২২, ২:২০ অপরাহ্ন / ২০১
গভীর রাতে নব-নির্বাচিত চেয়ারম্যান জিসান পাটোয়ারীর শীতবস্ত্র বিতরণ

জয়নাল আবেদীন,লক্ষ্মীপুরঃ কনকনে শীতের রাতে মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে ছুটে যাচ্ছেন লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান পাটোয়ারী। কনকনে শীতের গভীর রাতে বিভিন্ন বাজার ঘুরে বাজার পাহারাদার, রিকশাচালক ও অস্থায়ী ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।

শনিবার রাতে পদ্মা বাজার, মাঝিরগাঁও বাজার, ইসলামিয়া বেড়ীর বাজার, পানপাড়া বাজার ঘুরে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে ছিলেন এই জিসান পাটোয়ারী, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে, বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।
জিসান পাটোয়ারী বলেন, আমি প্রচারের জন্য বা বাহবা পাওয়ার জন্য মানবিক কাজ করি না, আমার ইউনিয়ন লামচর ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের পাশে বিগত দিনেও ছিলাম এবং যত দিন বেঁচে আছি নিজের খুদ্র তহবিল থেকে তাদের জন্য কাজ করে যাবো।