মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রশীদুজ্জামানকে আদালতে তুলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে দুই মামলায় একই সাথে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষের জি আর ১২৬/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি ২দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে। অন্যদিকে বাদীপক্ষের জি আর ১১৭/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের আহত করেন সাবেক এমপি রশীদুজ্জামানের নির্দেশে। সে কারনে তার সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্কে সন্তষ্ট হয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, আমার মক্কেল সাবেক এমপি রশীদুজ্জামানের শারীরিক অসুস্থতার বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। রাজনৈতিক ভাবে হেয় করতে তাকে আসামী করা হয়েছে। আদালত সাত দিনের পরিবর্তে থানা হেফাজতে রেখে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে পৌরসভার সরল (৫নং ওয়ার্ড) গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের নেত্রী ঈশিতা এনাম ঋতু। যার নাম্বার জি আর ১১৭/২৪ ইং। উক্ত মামলায় সাবেক দুই সংসদ সদস্য সহ ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৯০ থেকে ৩০০ জনের নামে মামলা হয়।
অপর মামলাটি করেন উপজেলার চাঁদখালী গ্রামের রুবেল সরদার নামে ছাত্রদলের কর্মী। মামলার বিবরনে তিনি ২০২০ সালের ৯ অক্টোবরর পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল নেতা-কর্মীদের মিছিলে হামলা ও ভাংচুর করে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে মামলা করে।
আপনার মতামত লিখুন :