• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : আহত-১০


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৮:৩০ অপরাহ্ন / ৮১
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : আহত-১০

মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়  সাতক্ষীরা (জ-১১-০১০৯) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে খাঁদে পড়ে যাত্রীবাহী বাসটি উল্টে যায়।
পরবর্তীতে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহয়তায় আহতদেরকে উদ্ধার করা হয়। আহতরা হলেন, রাবেয়া বেগম (৫০) পিতা শাহাবুদ্দিন সাং পাটগাতি খুলনা, সুফিয়া বেগম (৪০) পিতা ওসমান সাং ধুপদিপুর কালিগঞ্জ সাতক্ষীরা, শফিকুল ইসলাম(৩৫), পিতা-সনদ সমাদ্দার সাং কালিগঞ্জ সাতক্ষীরা, আসাদুল ইসলাম (৪০) পিতা আশরাফুল সাং মোল্লাপাড়া যশোর, মনিরুল ইসলাম (৬০) পিতা ওহায়াব আলী সাং খলসি ডুমুরিয়া খুলনা, মাসুম বিল্লাহ পিতা আবুল কাসেম সাং চুকনগর ডুমুরিয়া খুলনা, আরনি (১৮) পিতা মোহাম্মদ সানি সাং খুলনা, পলি (৩৯) পিতা মাসুম সাং চুকনগর ডুমুরিয়া খুলনা, মহিবা পিতা মাসুম বিল্লাহ সাং চুকনগর ডুমুরিয়া খুলনা ও জোহানি (৭) পিতা মাসুম বিল্লা সাং ডুমুরিয়া খুলনা তাদেরকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস ড্রাইভার পলাতক রয়েছে তাকে আটক করা সম্ভব হয়নি।