মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল/তৈয়ব আলী পর্বতঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আয়োজনে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও
ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন
সিংহ। এ প্রদর্শনী ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে । প্রদর্শনীতে ৪ শত ছবি স্থান পাচ্ছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ৪টি ক্যাটাগরিতে চারুকলা স্কুলের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন ।
আপনার মতামত লিখুন :