• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার জন্য আর্থিক সহায়তা প্রদান


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন / ৩৬
খুলনা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার জন্য আর্থিক সহায়তা প্রদান

এম রোমানিয়া, খুলনাঃ খুলনা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সভাপতি মোঃ মইনুল ইসলাম।

রবিবার সন্ধ্যায় তিনি খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. রাশিদুল ইসলাম, বাপ্পী খান, আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলন, ক্লাবের অস্থায়ী সদস্য বশির হোসেন ও সোহেল রানা, সাংবাদিক মো. নুরুজ্জামান প্রমুখ।