এইচ এম সাগর হিরামন, খুলনা অফিসঃ খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফ্যাক্টরির ভেতরে একটি পরিত্যক্ত স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
আগুনের লেলিহান শিখা ও ধোয়ায় টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের সকল এলাকায় ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে আতংকিত হয়ে পড়ে মানুষ। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও বয়রা থেকে ১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, দাদা ম্যাচ ফ্যাক্টরীর একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। মূলত সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আপনার মতামত লিখুন :