• ঢাকা
  • সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

খুলনা জেলা শিল্পকলা একাডেমী’র অডিটোরিয়ামে “চিরঞ্জীব মুজিব” প্রদর্শনী


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১১:৪২ অপরাহ্ন / ২২
খুলনা জেলা শিল্পকলা একাডেমী’র অডিটোরিয়ামে “চিরঞ্জীব মুজিব” প্রদর্শনী

খুলনা অফিসঃ ২ মার্চ বিকাল ০৩:০৫ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” খুলনা জেলা শিল্পকলা একাডেমী’র অডিটোরিয়ামে প্রদর্শনী হয়েছে।

“চিরঞ্জীব মুজিব” পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক,খুলনা বিভাগীয় কমিশনার, মোঃ জিল্লুর রহমান চৌধুরী এবং পুলিশ কমিশনার, মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনী সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএমসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।