• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা :  পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন / ৭২
খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা :  পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটিতে মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সদস্য সচিব ও এড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্যের আংশিক কমিটি দেওয়ায় পাইকগাছা উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও পথ সভা করেছে।

শুক্রবার বিকেলে উপজেলার পুরাতন পরিবহন কাউন্টার থেকে শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের নীচেয় পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহবায়ক তোহিদুজ্জামান মুকুল, পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, পৌর যুবদলের আহবায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সোহেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনুস মোল্ল্যা, আমিরুল ইসলাম, নাজির আহমেদ, বাচ্চু, আনারুল কাদির, আবু তালেব, লিপটন সরদার, রাজিব নেওয়াজ, হাবিবুর রহমান মোল্ল্যা, সনি, আব্দুল গফুর, আব্দুল হাকিম সানা, বেল্লাল হোসেন, হযরত আলী, ইসরাফিল, আবু হানিফ, বুলবুল আহমেদ, মিনারুল ইসলাম, আবু ইসহাক, আব্দুস সামাদ গাজী, সুমন আহমেদ, জাহাঙ্গীর শেখ, ইকবাল হোসেন,মিঠু , সাত্তার প্রমুখ।