
নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় খুলনা সদর থানাধীন স্যার ইকবাল রোড সংলগ্ন গোলক মনি পার্কে খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে, খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-১১) খুলনা এর কর্মচারীদের শ্রম মজুরী বৃদ্ধিসহ অন্যান্য দাবী নামা দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে নিস্পত্তর জন্য আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও মিছিলে খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ সোয়েব। সাধারণ সম্পাদক মোঃ তহিদুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক মোঃ তারেক খান। কোষাধ্যক্ষ আবু বক্কর হাওলাদার। সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল। কার্য-নির্বাহী সদস্য মোঃ ফজল সরদার প্রমুখ।
বক্তাগণ বলেন, দর্জি কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাথে দর্জি মালিক সমিতির মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে বিগত ২৪/১২/২০২২ তারিখ ০২ (দুই) বছরের জন্য দর্জি কর্মচারীদের শ্রম মজুরী বৃদ্ধিসহ অন্যান্য দাবী সমূহ চুক্তি সম্পাদনের মাধ্যমে কার্য্যকরী করা হয়। যাহা ২৪/১২/২০২৪ তারিখ উত্তীর্ণ হয়েছে। গত ১৮/১২/২০২৪ তারিখ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবং নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের জন্য নির্ধারিত সময়ে শ্রম মজুরী সহ অন্যান্য দাবী নামা আপনাদের সমীপে দাখিল করা সম্ভব হয় নাই। গত ০৬/০২/২০২৫ তারিখ নির্বাচিত কমিটিসহ বিভিন্ন কারখানার ০২ (দুই) জন কর্মচারী প্রতিনিধীর উপস্থিতিতে নতুন শ্রম মজুরী বৃদ্ধিসহ অন্যান্য দাবী নামা নির্ধারণ সহ উহা কার্য্যকর করিবার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। বধিত শ্রম মজুরী সহ অন্যান্য দাবী করা হয়।
দাবীনামা সমূহ, ০২ (দুই) মাস কাজ করিলে প্রতি বছর ঈদুল ফিতর এর উৎসব বোনাস হিসাবে প্রতি শ্রমিকের ৭৫% বোনাস দিতে হইবে ও ইফতার বাবদ প্রতিদিন মাথাপিছু ৫০/- টাকা হিসাবে রমজানে ৩০ দিন দিতে হইবে। শ্রমিকদের সেনেটারিং ব্যবস্থা পরিপূর্ণ করিতে হইবে। পরিস্কার পরিচ্ছন কারখানার ব্যবস্থা করিতে হইবে। শ্রমিকদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হইবে। কোন শ্রমিক কাজ করিবার সময় অসুস্থ হয়ে পড়লে মালিকগণ চিকিৎসার ব্যবস্থা করিবেন।
আপনার মতামত লিখুন :