মোঃ মানছুর রহমান জাহিদ, খুলনাঃ খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার তেরখাদা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানাধীন পূর্ব কাটেংগা গ্রামস্থ জনৈক মৃত এসএম আব্দুল্লাহ এর বাগানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৬ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে আসামী মোঃ মেজবাহ উদ্দিন ওরফে মুসা (৩১), পিতা-মোঃ হেদায়েত উল্লাহ, মাতা-জাকিয়া সুলতানা, সাং-পূর্ব কাটেংগা, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আসামীর হেফাজত হতে ৫৫ (পঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে এসআই (নিঃ) আল আমিন বাদী হয়ে তেরখাদা থানায় আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য : আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলাসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :