এম রোমানিয়া, খুলনাঃ খুলনা জেলা পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ানে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি।
বিজিবি পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও পানিবন্দি মানুষের পাশে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা।
সোমবার সারাদিন উপজেলার দেলুটি ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোন দুর্যোগ মুহূর্তে অসহায় জনসাধারণকে বিভিন্ন উপায়ে সহযোগীতা করে থাকে বিজিবি।সোমবার সদর দপ্তর বিজিবি‘র নির্দেশনা মোতাবেক খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যবস্থাপনায় প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বন্যাকবলিত ৫০০টি পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয় । এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি উপস্থিত ছিলেন।