• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

খুলনায় জামায়াতে ইসলামীর আয়োজনে শুধী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন / ৬৯
খুলনায় জামায়াতে ইসলামীর আয়োজনে শুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ

শুক্রবার বেলা সাড়ে ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংক কুয়েট হলে খুলনা জামায়াত ইসলামী খুলনা মহানগরের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও আমির খুলনা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয়। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন রাজনৈতিক দলসহ সকলের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে যথাযোগ্য নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নিতে হবে।