নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ নতুন বাংলাদেশ চাই বাকস্বাধীনতা, তাই তথ্যে অবাধ অভিগম্যতা,,তারি ধারাবাহিকতায় প্রতিপাদ্য টিআইবি এ বছর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন করেছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ওয়াসিফ মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। বিশেষ অতিথি ছিলেন মোঃ তবিবুর রহমান পরিচালক, স্থানীয় সরকার, খুলনা বিভাগ। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক, খুলনা।
তথ্য জানার অধিকার জনগণের মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষে ২০০৯ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে তথ্য অধিকার আইন, ২০০৯ পাস হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আইনটির কার্যকর বাস্তবায়ন হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, দুর্নীতি কমবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :