নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার দেবদুয়ার শেখপাড়া ও খুলনাস্থ শহর বাসির উদ্যোগে শহর ও গ্রাম সমন্বয়ে বার্ষিক বনভোজন-২০২৪ খুলনা জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
খুলনাস্থ শেখপাড়া বাসি খুলনায় বসবাসরত পরিবার নিয়ে প্রতিবছরের ন্যায় এবার উৎসব মূখর পরিবেশে কিছু উদ্যোমী কর্মট পরিশ্রমী ব্যক্তিদের উদ্যোগে শহর ও গ্রাম বাসিদের নিয়ে খুলনায় পিকনিকে খুলনায় বসবাসরত সকল পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। পিকনিকে অবস্থিত সবার জন্য একটি করে টিশার্ট প্রদান করা হয়। মহিলাদের জন্য চেয়ারছিটিং খেলা ও মুরুব্বীদের হাঁড়ি ভাঙ্গা সহ বিভিন্ন রকম লেখা অনুষ্ঠিত হয়। অবশেষে আলোচনা সভার মাধ্যমে পিকনিকের আয়োজন শেষ করা হয়।
উক্ত পিকনিকের আয়োজকদের মধ্যে সার্বিক তত্ত্বাবধানে শেখ আক্তারুজ্জামান মিনার, সাংবাদিক শেখ আল-এহসান, শেখ তৌহিদুজ্জামান, শেখ আলী আজম এবং সার্বিক সহযোগিতা করেছেন শেখ আল-মুন,শেখ সোহেল, শেখ বর্ষন, শেখ নয়ন,শেখ তাজজ্জেদ, শেখ আবু রাহেল,শেখ মুজাম,শেখ হাবিব, শেখ রিপোন, শেখ আতিকুলসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :